বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫

কামারখন্দে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পানিতে ডুবে আলিফ হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার চৌবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

কিশোর আলিফ হোসেন চৌবাড়ী গ্রামের মৃত বাবু আকন্দের ছেলে ও চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

আলিফের বোন সোনিয়া জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে সহপাঠীদের সঙ্গে পুকুরে টিউব নিয়ে সাঁতার শিখতে নামে আলিফ। এক পর্যায়ে পুকুরের মাঝদিকে গেলে হঠাৎ টিউবটি হাত থেকে ছুটে গিয়ে সে পানিতে ডুবে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আমার ভাইকে উদ্ধার করে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অভিজিত সাহা বলেন, বেলা দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আলিফ নামের একটা কিশোরকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অনেক আগেই ওই কিশোর পানিতে ডুবে মারা গেছে।