বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

মানিকগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে জেলা শহরের এলজিইডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আজ তাকে আদালতে হাজির করা হবে।

ওসি এসএম আমান উল্লাহ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলার ঘটনায় করা কয়েকটি মামলার আসামি তিনি। শেখ হাসিনার সরকার পতনের পর আত্মগোপনে চলে যান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এ নেতা।