শিরোনাম
ময়মনসিংহ, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পিআর নিয়ে আন্দোলনের নামে নির্বাচন নস্যাৎ, গণতন্ত্রকে ব্যাহত ও দেশকে মহাবিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।
জেলার জুগলি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী পিআর আন্দোলনের নামে আন্দোলনের সুযোগে আবার ফিরে এসে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করতে পারে।’
তিনি আরও বলেন, অহেতুক আন্দোলনের নামে বিভাজন, উত্তেজনা ও বিশৃঙ্খলা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।
তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, সকল প্রকার সালিশ, বিচার এবং জনগণের ক্ষতি হয় বা জনগণ পছন্দ করে না এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।
তিনি জানান, বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করলে বিএনপিতে তার স্থান হবে না, সে যত বড় ত্যাগী বা জনপ্রিয় হোক না কেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জুগলি ইউনিয়ন বিএনপির আহবায়ক ক্বারী আবুল কাশেম। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক অব্দুল জলিল। আরও বক্তব্য দেন: উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল; সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর; উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল; ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কৃষক আব্দুস সাত্তার; বিএনপি নেতা প্রভাষক শাজাহান মাহমুদ
ও আল আমিন চমক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মুকতাদির আহসান; শওকত আলী, নিজাম উদ্দিন, আবু তালেব, শহীদুল ইসলাম, আকতার মেম্বার প্রমুখ।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।