শিরোনাম
বাগেরহাট, ১৭ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলার মোল্লাহাটে উপজেলায় ‘শিশু ও যুবাদের নেতৃত্বে গড়ে উঠুক নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ’ শীর্ষক ইইউ স্পিক আপ প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে।
আজ বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক কে. এম. মাসূদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া বিষয়ক উপ-পরিচালক মো. আব্দুল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান এবং মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মো. ফজলুল হক।
প্রকল্প পরিচালক এ্যাডভোকেট মো. রফিকুল আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উসমান হামিদ, অ্যাসোসিয়েশন ফর সোসাইটি হেল্পেনেস (আস) এর বাংলাদেশের নির্বাহী পরিচালক ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক শেখ আসাদ, জোয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এ সালাম, ভৈরব মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নার্গিস আক্তার ইভা, ডিপিএফ’র কো-অর্ডিনেটর গোপিনাথ সাহাসহ যুব প্রতিনিধি সমাপ্তি ও শিশু প্রতিনিধি তানভির মাহমুদ এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা, এনজিও প্রতিনিধি ও ক্লাব প্রতিনিধি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করছে, তেমনি নানা ধরনের ঝুঁকিও তৈরি করছে। শিশু ও তরুণদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমানভাবে ভূমিকা রাখতে হবে। নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়তে শিশু ও যুবাদের নেতৃত্ব বিকাশে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।