শিরোনাম
বাগেরহাট, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কচুয়া উপজেলায় ১৫টি পরিবেশবান্ধব গ্রাম, ১৫টি সমন্বিত সবুজ বিদ্যালয় ও মঘিয়া ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রামের আয়োজনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। কচুয়া এপি ম্যানেজার এলিস মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকবর হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ নাইমুর রশিদ লিখন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন প্রোগাম অফিসার আগষ্টিন মিস্ত্রি ও লিপি পান্ডে। এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১১ শিশুকে শিশুশ্রম থেকে ফিরে স্বাভাবিক জীবনে আসার জন্য প্রতিজনকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।