বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬

পবিপ্রবিতে “স্মরণীয় জুলাই” স্মরণিকার মোড়ক উন্মোচন

আজ পবিপ্রবিতে “স্মরণীয় জুলাই” স্মরণিকার মোড়ক উন্মোচন । ছবি : বাসস

পটুয়াখালী, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “জুলাই, আগস্ট ২৪ গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে প্রকাশিত স্মরণিকা “স্মরণীয় জুলাই”-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

এসময় উপাচার্য বলেন,“জুলাই আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের অনন্য মাইলফলক। সেই আন্দোলন শুধু গণতন্ত্রের পথ উন্মুক্ত করেনি, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন প্রেরণা দিয়েছে। শিক্ষার্থীরা দেশের আশা ও ভবিষ্যৎ, তাদের এই আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে যে অন্যায়ের কাছে কখনও মাথা নত করা যাবে না। পবিপ্রবি পরিবার সবসময় মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের মূল্যবোধ ধরে রাখতে অঙ্গীকারবদ্ধ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক, ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্মরণিকার সম্পাদকীয় বোর্ডকে উপাচার্য অভিনন্দন জানান এবং এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিহাসচর্চা ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।