বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে, উদ্বিগ্ন চরাঞ্চলের মানুষ

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে, উদ্বিগ্ন চরাঞ্চলের মানুষ। ছবি : বাসস

শফিকুল ইসলাম বেবু

কুড়িগ্রাম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ফুলবাড়ীর 
ধরলা ও বারোমাসিয়াসহ বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। এতে বন্যার আশঙ্কায় দিন কাটছে নদীর তীরবর্তী মানুষের। 

স্থানীয়রা জানান, কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীসার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরইমধ্যে প্লাবিত হয়ে পড়েছে নদ-নদী অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। 

এতে আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে যাচ্ছে। পানি বৃদ্ধির গতি জনমনে ভীতির সঞ্চার করছে। 

তারা আরও জানান, নদীর পানি আরও বাড়লে পানিতে তলিয়ে থাকা ধানসহ অন্য ফসলের ব্যাপক ক্ষতি হবে। 

পানি দ্রুত পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত হবেন তারা।

আজ মঙ্গলবার সকাল ৯টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুইদিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

উপজেলার সোনাইকাজী এলাকার আশরাফুল ইসলাম জানান, ধরলার পানি কখন বাড়ে, কখন কমে। পানি বৃদ্ধির ফলে এর মধ্যেই তার প্রায় দুই বিঘার জমির আমন ক্ষেত তলিয়ে গেছে।

একই এলাকার কৃষক আব্দুল হোসেন বলেন, সোমবার সকাল থেকে ধরলার পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। উজান থেকে পানি নেমে আসছে নিরবচ্ছিন্নভাবে। যদি এমনভাবে পানি বাড়তেই থাকে, তাহলে বন্যা ঠেকানো কঠিন হবে। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী দুইদিন ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বৃদ্ধি পেতে পারে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।