শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ১৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এ বছর কুমিল্লা নগরী ও জেলার বিভিন্ন এলাকায় মোট ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে ৯৫০ জন পুলিশ সদস্য, ৯০টি মোবাইল টহল টিমসহ গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এসব তথ্য জানান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, জেলার ৮১৮টি পূজামণ্ডপের মধ্যে গুরুত্ব বিবেচনায় সেগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে—গুরুত্বপূর্ণ, সাধারণ ও অতি-সংবেদনশীল। প্রতিটি শ্রেণির জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
নিরাপত্তায় ৯৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে প্রতিটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে স্থায়ী ফোর্স বা ফিক্সড টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি ৯০টি মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। প্রত্যন্ত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য মোটরসাইকেল টিম নিয়োজিত থাকবে। এছাড়া ডিবির কুইক রেসপন্স টিম জরুরি পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত থাকবে। গোয়েন্দা তথ্য সংগ্রহে সাদা পোশাকে ডিএসবির সদস্যরা মাঠপর্যায়ে কাজ করবেন।
তিনি জানান, পূজাকেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং কিংবা অন্যকোন অপরাধ যাতে সংঘটিত না হয়, সেদিকে সর্বোচ্চ নজর রাখা হবে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গুজব ও উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ টিম গঠন করা হয়েছে। একটি বিশেষ টিম সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে নজরদারি করবে। কেউ গুজব বা অপপ্রচার চালিয়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।