বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৯
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮

স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জনে সরকার কাজ করছে : এলজিআরডি উপদেষ্টা

আজ মঙ্গলবার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি : পিআইডি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  বলেছেন, স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জনে কাজ করছে সরকার।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, একটি দেশের ওপর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নির্ভরশীল ছিল। সেখান থেকে বেরিয়ে এসে আমরা স্বনির্ভরতা অর্জনের জন্য কাজ করছি।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের কয়েকটি হাসপাতাল করার বিষয়ে চীন থেকে প্রস্তাব এসেছে। সরকার এ প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ হাসপাতালগুলো স্থাপিত হলে আমাদের স্বাস্থ্য সমস্যা অনেকাংশে কেটে যাবে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার বিষয়ে তিনি বলেন, উনি একটি কঠিন রোগে আক্রান্ত। তাই আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। তার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট প্রকট। এজন্য বিশেষ বিসিএস-এর মাধ্যমে অধিক সংখ্যক ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শীঘ্রই এই নিয়োগ চূড়ান্ত করা হবে।

অনুষ্ঠান থেকে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের চিকিৎসা সেবায় নিয়োজিত ১১টি ভবনের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বিভিন্ন হাসপাতাল থাকা সত্ত্বেও আরবান হেলথ কেয়ার প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র নারী শিশু এবং প্রসূতি নারীদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, এলজিইডি’র প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনসহ মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় ৩টি নগর মাতৃসদন কেন্দ্র ও ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে; যার মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ১টি নগর মাতৃসদন কেন্দ্র ভবন ও ১টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন, গাজীপুর সিটি কর্পোরেশনে ১টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন, কুড়িগ্রাম পৌরসভায় ১টি নগর মাতৃসদন কেন্দ্র ভবন ও ১টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন, শরীয়তপুর পৌরসভায় ১টি নগর মাতৃসদন কেন্দ্র ভবন ও ১টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন, গাইবান্ধা পৌরসভায় ১টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন, ফরিদপুর পৌরসভায় ১টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন, লাকসাম পৌরসভায় ১টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন ও তারাব পৌরসভায় ১টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন রয়েছে।