বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬

কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে জরিমানা 

আজ কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে জরিমানা  । ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার লাকসাম উপজেলায় আজ মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ‘মদিনা ফুড প্রোডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার লাকসাম উপজেলার কাদ্রা এলাকায় অভিযানকালে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. জুয়েল মিয়া উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে ‘মদিনা ফুড প্রোডাক্ট’ নামের প্রতিষ্ঠানটিতে মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রি, পোড়াতেল ব্যবহার করে খাদ্য ভাজা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসময় তেল কিটের মাধ্যমে সরেজমিনে পরীক্ষা করে পোড়াতেলের ব্যবহার নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করা হয়।
 
অভিযানকালে কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।