বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬

খুলনায় নবজাতক চুরির ঘটনায় নারী গ্রেফতার

খুলনা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :জেলা শহরের ড্যাপস ক্লিনিক থেকে  নবজাতক চুরির ঘটনায় নার্গিস বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর রুপসা ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড সিপি) খোন্দকার হোসেন আহমেদ।

গ্রেফতারকৃত নার্গিস বেগম বাগেরহাট জেলার ফকিরহাট থানার দিয়াপাড়া এলাকার মো. লিয়াকত আলীর স্ত্রী।

জানা যায়, ড্যাপস ক্লিনিক থেকে গতকাল সোমবার বেলা ১১টায়  মির্জা সুজন (২৯) নামে এক ব্যক্তির চারদিনের নবজাতক ছেলে শিশু চুরি হয়ে যায়। ওই ঘটনা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখেন।

পরবর্তীতে গতকাল সন্ধ্যা ৬টার দিকে খুলনা সদর থানা পুলিশ রুপসা ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে নার্গিস বেগমকে গ্রেফতার করে। তার কাছ থেকে  চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নবজাতক শিশুকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত  আসামির বিরুদ্ধে খুলনা সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করা হয়েছে।