শিরোনাম
মুন্সীগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার মুক্তারপুর এলাকার শহীদুল্লাহ বেপারীর ছেলে তামজীদ বেপারী (২৪), জাকির মাতবরের ছেলে সেলিম মাতবর (২০), সিদ্দিক মাতবরের ছেলে মাহবুব হাসান (২৯) এবং গজারিয়া উপজেলার জামালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে নৌডাকাত দলের সদস্য আবুল (৪১) কালাম।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বিদেশি মদসহ তামজিদ বেপারী, সেলিম মাতবরকে ও মাহবুব হাসানকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোল্লাকান্দি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌ-ডাকাত নয়ন-পিয়াস বাহিনীর সদস্য আবুল কালামকে অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রাসহ গ্রেপ্তার করা হয়।
আবুল কালামের বিরুদ্ধে গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্পে হামলা, হত্যা, চাদাঁবাজি ও মাদক আইনে বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে।