শিরোনাম
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের জন্য সুপারিশ করেছে।
দেশে বাড়তে থাকা চাহিদা মেটাতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য জিটুজি (সরকারের সঙ্গে সরকার) পদ্ধতিতে ওই কোম্পানি থেকে ইউরিয়া সার আমদানি করতে এই চুক্তি স্বাক্ষর করা হবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের ২৯তম সভায় এ অনুমোদনের সুপারিশ করা হয়। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।