শিরোনাম
সুনামগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় শিশুর প্রারাম্ভিক বিকাশ এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের জাতি গঠনে শিশু বান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর অধীনে সুনামগঞ্জ সার্কিট হাউসে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন, যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক আইসিবিসি মোহাম্মদ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, গবেষক আল আমিন, প্রোগ্রাম ম্যানেজার সিনারগোস রেজওয়ানুল হক, সাংবাদিক খলিল রহমান।
উপস্থাপনায় ছিলেন মীর মাসরুজ্জান।