বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬

সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 

ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার  কানু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা -সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।