শিরোনাম
চট্টগ্রাম (দক্ষিণ), ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার ইতি টেনেছেন শম্ভু সরকার। প্রিয় শিক্ষককে বিদায় দিতে বিদ্যালয়ে ছুটে এসেছেন সাবেক শিক্ষার্থীরা। ৩৮ বছরের শিক্ষকতা জীবনে তিনি শুধু শিক্ষার্থীদের মন কাড়েননি, সুন্দর আচরণ ও সাদাসিধে জীবনযাপনে জয় করেছেন এলাবাসীর মনও।
তাই স্যারকে বিদায় জানাতে স্কুলের গেটে ভিড় করেন এলাকাবাসীরাও। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক শম্ভু সরকার।
আজ সোমবার সকাল ১১টার দিকে শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের এডহক কমিটি।
১৯৮৭ সালের ১০ সেপ্টেম্বর এই বিদ্যালয়ে শিক্ষাদান শুরু করেন শম্ভু সরকার। চলতি মাসের ৪ সেপ্টেম্বর তার কর্মজীবনের সমাপ্তি হয়। এ দীর্ঘ সময় তিনি সুনামের সঙ্গে শিক্ষকতা করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন শিক্ষক শম্ভু সরকার। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে ফুলে সাজানো প্রাইভেট কারে করে বাড়িতে পৌঁছে দেয় কোমলমতি শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক শম্ভু সরকার বলেন, কোমলমতি শিক্ষার্থী, সহকর্মীদের থেকে এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে পাশে থাকবো। আমাকে বিদায় জানাতে এলাকার মানুষ ছুটে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।
শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট মো. হাসান কায়েস বলেন, স্যারের শূন্যতা কখনই পূরণ হওয়ার নয়। আমার শিক্ষাজীবন থেকেই স্যারের সান্নিধ্যে পেয়েছি। তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। তার নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা অনেক কিছু শিখেছি, যা আমাদের কর্মজীবনে কাজে লাগাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহেরের সভাপতিত্বে সহকারী শিক্ষক শান্তনু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য কাজী আবু তাহের। অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।