বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১

সাতক্ষীরায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার কলারোয়ায় ডোবায় পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুরে উপজেলার কেড়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ইরফান খাঁ গামের ইকরাম খাঁর ছেলে।

কলারোয়া থানার এসআই সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শিশু ইরফান দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় অসাবধান বশত সে তাদের রান্না ঘরের পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে ওই ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।