শিরোনাম
কুষ্টিয়া, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় সাংস্কৃতিক অংঙ্গনে ভূমিকা রাখা কর্মী সংগঠকদের নিয়ে অরাজনৈতিক সংগঠন কুষ্টিয়া সাংস্কৃতিক জোটের কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের চিলিজ ফুড পার্কে মোহা. আব্দুর রাজ্জাক আহ্বায়ক ও রবি হাসনকে সদস্য সচিব করে ২৬ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া সাংস্কৃতিক জোটের কমিটি গঠন করা হয়। একই সাথে পারভেজ মাজমাদারকে প্রধান উপদেষ্টা করে চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুর রহমান (স্বপন মাহমুদ), যুগ্ম সদস্য সচিব এস এস রুশদী।
সদস্যরা হলেন, মুনসী সাঈদ, অ্যাডভোকেট মো. ফারুক আজম মৃর্ধা, হাসান টুটুল, শেখ আখতার, দরবেশ হাফিজ, মো. রুহুল আমিন, আসমান আলী, কাজী ওয়াসিউর রহমান, ম. মনিরুজ্জামান মিয়া খোকন, রফিক আহম্মেদ হাবলু, মতিন খোন্দকার, মো. ইকবা হোসেন খোকন, নূর ইয়াসমিন জলি, কুমকুম কবির, ইমতিয়াজ স্বপন, উম্মে সালমা, সোহেল খন্দকার, রফিকুল্লাহ কালবী, ফারহানা হৃদয়ীনী, সুবর্ণা মাহমুদ, মনীষা ইসলাম।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী, মুকুল খসরু, মো. তৌহিদুল ইসলাম।
নবগঠিত কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক বলেন, কুষ্টিয়া সাংস্কৃতিক জোট একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের এই কমিটিতে কুষ্টিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠন ও কর্মীরা রয়েছে। আমরা সবাই মিলে বাংলাদেশের ও আমাদের জেলার নিজস্ব সংস্কৃতি বাঁচিয়ে রাখতে চাই। এই সংস্কৃতি শুধু দেশে নয় দেশের বাইরেও ছড়িয়ে দিতে চাই।