শিরোনাম
ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণে গঠিত বিশেষজ্ঞ টাস্কফোর্সের প্রতিবেদন দাখিল করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহামুদের কাছে কাজ এ প্রতিবেদন দাখিল করা হয়।
অনুষ্ঠানে টাস্কফোর্সের সভাপতি পাওয়ার অ্যান্ড পারটিসিপেশন সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, সদস্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক ড. হোসেন আবদুল ওয়াজেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক , ড. ফাহমিদা খাতুন, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটির অধ্যাপক ড. সৈয়দ শাহাদাৎ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. অতনু রব্বানী এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস, তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন আজ পরিকল্পনা কমিশনে পরিকল্পনা উপদেষ্টার নিকট দাখিল করেন।
এ সময়ে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।