বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১

মানিকগঞ্জে ইভটিজিং করায় পাঁচ যুবক গ্রেফতার

মানিকগঞ্জ, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।  

অভিযুক্তরা হলেন, জেলার শিবালয় উপজেলার সাটুরিয়া গ্রামের পান্নু শেখের ছেলে ইমরান শেখ (২৩), আলী চাঁদের ছেলে আশিক খান (২৪), চরধুবুলিয়া গ্রামের মৃত বিশা খানের ছেলে শিপন খান (২৪), পয়লা গ্রামের তোতা শেখের ছেলে ইয়াসিন শেখ (২২) এবং ভাঙ্গাবাড়ি গ্রামের মৃত আজহার আলীর ছেলে ফরিদ শেখ (২০)।

শিবাবালয়ের ওসি মো. কামাল হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আজ আদালতে হাজির করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রোববার সন্ধ্যায় দশম শ্রেণির ওই ছাত্রী তার বান্ধবীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল। শতঘর তেওতা বটতলায় পৌঁছালে হঠাৎ অভিযুক্তরা তার পথরোধ করে। একপর্যায়ে টানাহেঁচড়া শুরু হলে ওই ছাত্রী ও তার বান্ধবী চিৎকার শুরু করে। এতে এলাকার লোকজন ছুটে আসে। লোকজন তাদের ৫ জনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

ওসি মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।