শিরোনাম
জয়পুরহাট, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জয়পুরহাটের ক্ষেতলালে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে আজ সোমবার দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্ষেতলাল ব্র্যাকের ব্যবস্থাপক রেজাউল করিম তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্যাম্পে বিভিন্ন এলাকা থাকা আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধ, চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়া ক্যাম্প থেকে শতাধিক রোগী বাছাই করে বগুড়ায় গাক চক্ষু হাসপাতালে বিনা খরচে ছানি অপারেশন করার জন্য পাঠানো হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আলী হোসেন শাহ, বগুড়া ব্র্যাক ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোহাম্মদ ইদ্রিস আলী, জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, ক্ষেতলাল এলাকা ব্যবস্থাপক রেজাউল করিম ও বগুড়া রিজিওনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) হাসান উল কবির।