বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬

যশোরে সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ

সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ। ছবি : বাসস

যশোর, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): যশোরে খুলনা বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে খুলনা বিভাগের যশোর, খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা ও নড়াইল জেলার ৪৬ জন সাংবাদিককে এ চেক বিতরণ করা হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ অনুদানের চেক দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার রওনক জাহান।

অন্যদের মধ্যে যশোরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিন বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা অবারিত হয়েছে। আমরা যা ইচ্ছা লিখতে পারছি, প্রচারও করতে পারছি। তবে যা খুশি তাই করার নাম স্বাধীনতা না। সাংবাদিকতায় স্বাধীনতা যেমন থাকবে, দায়িত্বশীলতাও থাকতে হবে।

তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, আমরা সাংবাদিকরা যদি দায়িত্বশীলতা দেখাতে ব্যর্থ হই, তাহলে আবারও সাংবাদিকতার স্বাধীনতা হারিয়ে ফেলতে পারি। আমরা যেন সেই প্রেক্ষাপট তৈরি না করি।