শিরোনাম
জামালপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের দায়ে স্বামী ও শ্বশুরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার করে টাকা অর্থদণ্ড করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ সোমবার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার লংকারচর গ্রামের মো. কামরুল ইসলাম (২৯) ও তার বাবা মো. আব্দুর রাজ্জাক।
রাষ্ট্রপক্ষের সংক্ষেপে বলা হয়, কামরুল ইসলাম ২০১৬ সালে উপজেলার মৌলভীরচর গ্রামের মো. ময়নাল হকের মেয়ে জাহানারা বেগমকে যৌতুক হিসেবে দুই লাখ টাকা এবং এক লাখ টাকার গৃহস্থালীর জিনিসপত্র নিয়ে বিয়ে করেন। বিয়ের পর কামরুল আবার জাহানারার কাছে দুই লাখ টাকা দাবি করেন।
যৌতুক চেয়ে ২০২১ সালের ৩১ জুলাই কামরুল তাকে নির্যাতন করেন। এ ঘটনায় আদালতে মামলা করেন জাহানারা বেগম। মামলার পর পুলিশ ওই বছরের ১৩ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
এ মামলায় বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামীদের দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। আসামী আব্দুর রাজ্জাক পলাতক।