শিরোনাম
সিলেট, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার।
প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হবে বর্ণাঢ্য র্যালি। এটি নগরের বন্দর বাজার প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে। পরে বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ওইদিন জেলা প্রশাসন প্রাঙ্গণে প্রবীণদের জন্য মেডিকেল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, প্রতিবছর ১ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। প্রবীণদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং বার্ধক্য সংক্রান্ত সমস্যা ও প্রতিকার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হয়।