বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫

বগুড়ায় বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় জরিমানা

বগুড়ার গাবতলীর একটি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। ছবি : বাসস

বগুড়া, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং পণ্যে সঠিক তথ্য না দেওয়াসহ একাধিক অপরাধে বগুড়ার গাবতলীতে স্নিগ্ধ বেকারিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়। 

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম আহমেদ জানান, বেকারিটিতে অভিযান চালিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হচ্ছে। কর্মচারীরা তৈরি করা খাদ্য মাটিতে ফেলে রেখেছিল। এছাড়া কেক তৈরির সময় কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার করা হচ্ছিল। আরও দেখা যায়, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করেনি। এ ছাড়া এ প্রতিষ্ঠানের খাদ্যপণ্যে নিষিদ্ধ স্যাকারিন মেশানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান, সহকারী পরিচালক। 

এসব অপরাধে স্নিগ্ধ বেকারিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল।