বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৩

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা 

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা। ছবি: বাসস

পিরোজপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিস ও পিরোজপুর সদরের আয়োজনে সোমবার সকাল ১০টায় সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম।

সভায় পিরোজপুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর গত মাসের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন এবং আগামী মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।