বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

ময়মনসিংহে ৫,৪৪৬ কেজি পলিথিন জব্দ

ছবি: বাসস

ময়মনসিংহ, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার এলাকায় র‌্যাব-১৪, সদর কোম্পানি ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। 

এ সময় একটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয় বলে জানান র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

র‌্যাব জানায়, র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহ্ মো. রাশেদ রাহাত এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশবিরোধী পলিথিন মজুদ ও বিক্রির দায়ে শুকরিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই প্রতিষ্ঠান থেকে ৫২০ কেজি পলিথিন এবং তাদের গোডাউন থেকে আরও ২ হাজার ৫৫৮ কেজি পলিথিন জব্দ করা হয়।

এ ছাড়া ফারুকের গোডাউন থেকে ১ হাজার ৩৯ কেজি এবং বিআরবি ক্লথ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৩২৯ কেজি পলিথিন উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৫ হাজার ৪৪৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।