বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৭

দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ বৃহস্পতিবার চারটি পৃথক অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে। অভিযোগের মধ্যে রয়েছে অর্থপাচার, স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম, রাস্তা ও সেতু নির্মাণে দুর্নীতি এবং সরকারি অর্থের অপব্যবহার।

আইজিডব্লিউ অপারেটরস ফোরামের বিরুদ্ধে বেক্সিমকো কম্পিউটার লিমিটেডসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালিত হয়। টিম অফিসে সরেজমিন পরিদর্শন করে নথিপত্র, রেকর্ডপত্র ও লেজার বুক যাচাই করেছে এবং বিভিন্ন ব্যাংক থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।

এদিকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, নিম্নমানের খাবার সরবরাহ এবং নোংরা পরিবেশ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। টিম ছদ্মবেশে রোগীদের সঙ্গে আলাপ করে তথ্য সংগ্রহ করেছে। দেখা গেছে, সরকারি নির্ধারিত মূল্যের দ্বিগুণ খরচ আদায় হচ্ছে এবং হাসপাতালের ওয়াশরুম ও খাবারের মান সন্তোষজনক নয়।

এছাড়া খুলনা শিপইয়ার্ড রোডের নির্মাণকাজ দীর্ঘদিন অসম্পূর্ণ রাখা, ব্যয় বৃদ্ধি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় খুলনা থেকে অভিযান পরিচালিত হয়। সরেজমিনে দেখা যায়, ৩.৭৭ কিমি রাস্তার শেষ ৩০০ মিটার এবং প্রায় ১ কিমি টাইপ-১ লেয়ারের কাজ বাস্তবে নেই। এছাড়া ড্রেন নির্মাণের বিল ও প্রকৃত কাজের মধ্যে অসামঞ্জস্য রয়েছে।

অপরদিকে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও টেন্ডার শর্ত লঙ্ঘনের অভিযোগে অভিযান চালানো হয়। সরেজমিনে দেখা যায়, সেতুর ডেক স্ল্যাব ভেঙে ফেলা হয়েছে। উপজেলা প্রকৌশলী জানান, যথাসময়ে গার্ডার নির্মাণ না হওয়ায় স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়ে অপসারণ করা হয়েছে। প্রাথমিক সত্যতা যাচাই শেষে নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

দুদক জানিয়েছে, এসব অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণ যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।