বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৩

ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ড. জুলিয়া মঈনকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।

তেহরানে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কমার্সিয়াল হতে সদ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকৃত যুগ্ম সচিব ড. জুলিয়া মঈনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বেজা’র মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয় বর্ণিত কর্মকর্তা আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।