শিরোনাম
নোয়াখালী, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মেকাট্রনিক্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘লাইন ফলোয়িং রোবট (এলএফআর) অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স এ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। রোবট আমাদের কাজকে সহজ করে দেয় ঠিকই, কিন্তু রোবট তৈরি এবং এর প্রোগ্রামিং আমাদেরই করতে হয়।
তিনি আরো বলেন, নোবিপ্রবি আইসিটি সেলের কার্যক্রমে গতিশীলতা আনার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। সফটওয়্যার, অটোমেশন এন্ড সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং ও সাইবার সিকিউরিটি এ পাঁচটি নতুন উইংয়ের মাধ্যমে আইসিটি সেলের কর্মপরিধি বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা আইসিটিতে আরো বেশি এগিয়ে যাবো এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমাদের আগ্রহ এবং প্রচেষ্টার যেন কোনো ঘাটতি না থাকে।
উপাচার্য আরো বলেন, আমরা গ্র্যাজুয়েটদের দক্ষ মানবশক্তি হিসেবে তৈরি করতে চাই। সে ক্ষেত্রে যতো ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা তা করবো।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
কর্মশালায় স্পিকার হিসেবে ছিলেন রোবো ক্যাম্পাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সিইও মো. তানিম হোসেন এবং রুয়েট ব্রাঞ্চের ইইই রুয়েট এম্বাসেডর গৌর রায়।
আয়োজনটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।