বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৯

অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক

চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের জুবলি রোড এলাকায় ২ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা জানান, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর শহর হিসেবে সিটি মেয়রের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে রাজস্ব আয় বৃদ্ধির নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে গৃহকর না দেওয়া একটি স্থাপনা থেকে ২ লাখ ৬৫ হাজার ২০০ টাকা এবং ট্রেড লাইসেন্সের ফি না দেওয়া ৭ জন ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার ৩৭০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। 

তিনি আরো বলেন, অভিযানকালে ব্যবসায়ীদের মাঝে ট্রেড লাইসেন্স গ্রহণ এবং বিভিন্ন ভবন মালিকদের সময় মতো গৃহকর প্রদানের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার চালানো হয়েছে।

চসিকের রাজস্ব ফাঁকি ঠেকাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।