শিরোনাম
বগুড়া, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. সিয়াম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের দ্বিতীয় মহাসড়কের কালিবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম শাখারিয়া ইউনিয়নের উলিপুর দক্ষিণপাড়া এলাকার সৌদিপ্রবাসী মান্নান প্রামাণিকের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলে করে দুজন আরোহী দ্রুত গতিতে মানিকচক থেকে মাটিডালির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সিয়াম।
দুর্ঘটনায় সিয়ামের বন্ধু সিহাব, অটোরিকশারচালকসহ আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। মরদেহ পরিবার দাফন করতে পারবে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।