বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪

বেনাপোল বন্দরে রাসায়নিক নিরাপত্তা পরিদর্শন ও প্রশিক্ষণ প্রদান

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)’র উদ্যোগে বেনাপোল স্থলবন্দরের রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিএনএসিডব্লিউসি’র সদস্যসচিব কমডোর মোহাম্মদ মহব্বত আলীর নেতৃত্বে ১০ সদস্যের বিশেষজ্ঞ দল সোমবার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। পরিদর্শনকালে দলটি বন্দরের গুদাম পরিদর্শন করে, যেখানে আমদানিকৃত তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যসহ অন্যান্য রাসায়নিক মজুদ থাকে। বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তারা পরিদর্শক দলকে গুদামের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা এবং রাসায়নিক দ্রব্য শনাক্তকরণের বর্তমান প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

পরিদর্শন দল পরবর্তীতে বেনাপোল কাস্টমস ল্যাবরেটরি পরিদর্শন করে এবং শনাক্তকরণ প্রক্রিয়ার সক্ষমতা যাচাই করে। পরিদর্শন শেষে রাসায়নিক নিরাপত্তা জোরদারকরণ, ঝুঁকি মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি ও সঠিক শনাক্তকরণ প্রক্রিয়া উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করা হয়।

পরিদর্শনের পরদিন, ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস-এর রাসায়নিক দ্রব্য আমদানি, শনাক্তকরণ, হ্যান্ডেলিং ও মজুদকরণের সঙ্গে সম্পৃক্ত মোট ৩০ জন কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বাধ্যবাধকতা, রাসায়নিক দ্রব্যের অনিরাপদ হ্যান্ডেলিংয়ের কারণে মানুষের জীবন ও পরিবেশের ক্ষতিকর প্রভাব এবং সঠিকভাবে চিহ্নিতকরণের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক দিক থেকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণার্থীরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব দক্ষতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে বেনাপোল বন্দরের মাধ্যমে রাসায়নিক দ্রব্য আমদানি, চিহ্নিতকরণ ও ঝুঁকি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।