বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২

মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও ৩ শিক্ষার্থী

ফাইল ছবি

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও তিন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আলভিরা (১০), সামিয়া (১০) ও নুসরাতকে (১২) আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বাসসকে এ তথ্য জানান।

তিনি জানান, এ নিয়ে বিমান দুর্ঘটনায় দগ্ধ মোট ২৩ জনকে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনো ১৩ জন দগ্ধ রোগী সেখানে চিকিৎসাধীন আছেন।

গত ২১ জুলাই উড্ডয়নের কয়েক মিনিট পরই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দুইতলা ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত পাইলটসহ ৩৫ জন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।