বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম মট্টু। ছবি : বাসস

মানিকগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টুকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার মধ্যরাতে শহরের খালপাড় এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্য নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ বুধবার মধ্যরাতে আমিরুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি মানিকগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের করা মামলার আসামি।