বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জ, ১০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ঢাকা- খুলনা মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে প্রেমানন্দ হালদার (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রেমানন্দ হালদার জেলার কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গোপালগঞ্জ শহরের নিচুপাড়া এলাকায় ছেলের বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমানন্দ হালদার বুধবার সকালে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।