বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

হবিগঞ্জ, ১০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার নবীগঞ্জ উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুর ২টার দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজ্ঞাতে  ওই শিশুরা পুকুরের পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ টের পাননি। কিছু সময় পরে এলাকার এক মহিলা পুকুরের পানিতে শিশু অহনার দেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে গ্রামবাসী এগিয়ে এসে পুকুর থেকে তিন শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। তিন শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।