বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫

পটুয়াখালীতে শতাধিক অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ 

শতাধিক অসহায় দুস্থদের মাঝে পটুয়াখালীতে ত্রাণ বিতরণ । ছবি : বাসস

পটুয়াখালী, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে শতাধিক অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।

আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বীপাশা গ্রামে এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক অসহায়, দুস্থ ব্যক্তিকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) দিলেওয়ার হোসেন, ইউপি সদস্য মো. রাজীব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ মিডিয়া কর্মীরা।