বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১

কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল দিবাগত রাতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি’র) অধীনস্থ বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।