বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৪

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত

কুষ্টিয়া, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। 

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন সর্দার গ্রুপের হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫৫)। 

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের সারফান সর্দার ঘটনাস্থলে নিহত হন। এছাড়া সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে। 

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহত সারফান সর্দারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি মো. সোলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত হওয়ার খবর শুনেছি। এ ঘটনায় বাইজিদ সর্দার নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালছে।