শিরোনাম
শেরপুর, ৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় স্থানীয় উত্তরণ পাবলিক স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।
এ সময় ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, উত্তরণ পাবলিক স্কুলের পরিচালক মো. রফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, মঙ্গলবার চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে একটি করে পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ঝিনাইগাতী উপজেলায় নিম, কৃষ্ণচূড়া, জাম, আমলকি, বেল, অর্জুন, বহেড়া, গামার, শিমুল, পলাশ, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিতরণ করা হবে।