শিরোনাম
ফেনী, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটা হয়।
জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজির সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমানের পরিচালনায় এ সভায় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নাব বানু, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা ও দপ্তর সম্পাদক আকলিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের মিজান রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।