বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৮

বরিশালে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান 

ছবি: বাসস

বরিশাল, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় নগরীর বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদের বেপারী। এসময় আরও উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত এক আলোচনায় তুলে ধরেন। পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।