শিরোনাম
টাঙ্গাইল, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের ঘাটাইলে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নাঈম মুহাম্মদ সোহেল, আইসিটি অফিসার আমিরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার ৫৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও ৪০টি দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্টসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।