বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭

মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান

জেলায় মঙ্গলবার তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আজ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

এতে বিভিন্ন ব্লাড ডোনার গ্রুপ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম।