শিরোনাম
চুয়াডাঙ্গা, ৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলা সদরে আজ মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ও ওষুধ সংরক্ষণ করায় ২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের হাসপাতাল সড়কে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড এলাকায় অভিযানকালে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট রেফ্রিজারেটরে সংরক্ষণ ও ব্যবহারের দায়ে মো. সহিদুল হক বিশ্বাস এর প্রতিষ্ঠান ডিজিটাল মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং অগ্নিনির্বাপক যন্ত্র রাখার দায়ে মো. আজগর আলী বিশ্বাস এর প্রতিষ্ঠান সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।