বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫

বদরুদ্দীন উমরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক

গণবুদ্ধিজীবী বদরুদ্দীন উমর ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। কোলাজ : বাসস

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খ্যাতিমান রাজনৈতিক চিন্তাবিদ, প্রাবন্ধিক ও গবেষক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ রোববার এক শোকবার্তায়  উপদেষ্টা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় উপদেষ্টা বলেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর  ছিলেন বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি, সংস্কৃতি ও মুক্ত চিন্তার অগ্রগণ্য ব্যক্তিত্ব। তার লেখনী ও গবেষণা সামাজিক  পরিবর্তন এবং মানব মুক্তির সংগ্রামে অমূল্য অবদান রেখেছে। তার মৃত্যুতে দেশ এক  চিন্তাবিদকে হারালো।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুদ্দীন উমর আজ সকালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।