বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। 

এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়।

আজ রোববার খিরাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জো এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত ২টায় লেলাং ইউনিয়নে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বখতিয়ার ফটিকছড়ির লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মৃত সোলেমানের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির বাসিন্দা বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।