শিরোনাম
সিলেট, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট জেলার জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার কুশিয়ারা নদীর তীরে বাবুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে নিয়মিত টহলের সময় কয়েক জনকে পালাতে দেখে টহল দল পিছু নেয়। এ সময় একজনকে আটক করা সম্ভব হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রায়হান উদ্দিন রেহন (৪৫)। তিনি মৃত মখদ্দছ আলীর ছেলে এবং লালাগ্রাম, সদর ইউনিয়ন, জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।
এই ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, মাদক চোরাচালান রোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।