বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬

এসএসসি ও সমমানের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে দেশের সকল শিক্ষা বোর্ড।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬শ’ টাকা ও বছরে এককালীন ৯শ’ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তি প্রাপ্তরা মাসে ৩শ’ ৫০ টাকা এবং বছরে এককালীন ৪শ’৫০ টাকা পাবেন। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।